ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের দেওয়া অবিজোগে ছেলের এক বছরের বিশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অই সাথে ১ হাজার টাকা জরিমানা করেছেন ।
বুধবার দুপুর এ সদর উপজেলা কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত হৃদয় সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বজলু মিয়ার ছেলে।
হৃদয়ের মা সবজান বেগম জানান, গত চার মাস ধরে হৃদয় মাদকাসক্ত। মাদক কেনার টাকার জন্য প্রায়ই নিজের শরীর রক্তাক্ত করে ফেলতেন। সম্প্রতি টাকার জন্য তার অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। গতকাল মঙ্গলবার তিনি নিজেই তার ঘরে আগুন লাগিয়ে ভাঙচুর চালান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘মাদকাসক্ত ওই যুবক বাড়িতে এসে পরিবারের সদস্যদের অত্যাচার করতেন। এ বিষয়ে লিখিত অভিযোগ দেন তার মা। এ অভিযোগের ভিত্তিতে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করেছেন।’