২বছর বয়সী এই কবুতরের দাম ২০লাখ ডলার,যা বাংলাদেশী টাকায় ১৭কোটি টাকা। সম্প্রতি নিউ কিম নামের কবুতরটি বিক্রির জন্য নিলামে তোলা হয়।
রোববার একটি নিলাম থেকে কবুতরটি কিনে নেন চীনের একজন ধনী ব্যক্তি। তবে এটি কোনো সাধারণ কবুতর নয়। নিউ কিম একটি ‘রেসিং পিজন’। এই প্রজাতির কবুতরের কাজ হল ওড়ার প্রতিযোগিতায় অংশ নেয়া।
সাধারণত রেসিং কবুতরগুলোকে একশ থেকে এক হাজার দূরত্বের কোন স্থানে ছেড়ে দেয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। মোটা অংকের অর্থ মিলবে তার মালিকের।
নিউ কিম ২০১৮ সাল থেকে বেশ কয়েকটি প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে।
নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার, এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত। এটি ছিল রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড। নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায়। আর যে চীনা ধনাঢ্য ব্যক্তি তাকে কিনেছে তার শখ হল রেসিং পিজন সংগ্রহ করা।